সপ্তর্ষি মণ্ডলের সাত ঋষির নাম জেনে নিন।

আমাদের আকাশের দিকে রাতের বেলা তাকালে আমরা বিভিন্ন তারামণ্ডল দেখতে পাই।সপ্তর্ষিমণ্ডল তার মধ্যে অন্যতম। সাতটি তারার সমন্বয়ে গঠিত এটি একটি নক্ষত্রপুঞ্জ। উত্তরগোলার্ধ থেকে সারা বছরই এই তারামন্ডলীকে দেখা যায়। উপমাহাদেশের জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে এই সাতটি তারার নাম করণ করেন তাই এই নক্ষত্রপুঞ্জ সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত হয়। আসুন জেনে নিই সপ্তর্ষিমণ্ডলের সাত ঋষির নাম। ক্রতু পুলহ পুলস্ত্য অত্রি অঙ্গিরা বশিষ্ঠ মরীচি