হোলি কেন পালন করা হয়?
পুরানে কথিত আছে অসুররাজ হিরণ্যকশিপুর বোন হোলিকা। হোলিকা একসময় দেবতাদের কাছে বর পায় যে আগুন তাকে পোড়াতে পারবে না। এবং এটা ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত সে এর অপব্যবহার করবে না। আরও জানা যায় হিরণ্যকশিপুর পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহন করেও তিনি ছিলেন বিষ্ণুভক্ত,যে কারনে হিরন্যকশিপু প্রহ্লাদ মহারাজকে সহ্য করতে পারতেন না। এবং সেই কারনেই প্রহ্লাদকে মারার জন্য হিরন্যকশিপু বিভিন্ন রকম চেষ্টা করেছিল। কিন্তু কোনো কিছুতেই কিছু না হওয়ায় তিনি হোলিকাকে দায়িত্ব দেন প্রহ্লাদকে মেরে ফেলার জন্য। তখন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতার আগুনে প্রবেশ করে। যেহেতু হোলিকা তার প্রাপ্ত বরের অপব্যবহার করে তাই হোলিকা আগুনে পুড়ে যায়। এবং প্রহ্লাদ ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরন করে অক্ষত থাকে। এই দিনটি ছিল দোলপূর্নিমার আগের দিন। হোলিকার স্মরনে হোলিকা দহন উৎসব পালন করা হয় এবং সবসময় যে অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় হয় তার প্রতীক রূপে অশুভের অন্ধকারকে হারিয়ে শুভ শক্তির জয়কে আপন করার জন্য রং লাগিয়ে,রং খেলে দিনটিকে পালন করা হয়।
Comments
Post a Comment